বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা প্রশাসনের নামে বে-সরকারী সংস্থা নজরুল স্মৃতি সংসদ-এনএসএস এনজিও কর্মকর্তা মোঃ জাকির মোল্লা বিজয় দিবসের নামে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেবা কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল শনিবার রাতে এমন অভিযোগ করেছেন। দ্রæত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের কাজে দাবী জানিয়েছেন তিনি।
জানাগেছে, আমতলী উপজেলায় সমবায় অফিসের ৪৪ টি নিবন্ধিত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি রয়েছে। এছাড়া মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরটির শতাধিক বে-সরকারী সঞ্চয় ও ঋণদান সংস্থা রয়েছে। ওই সংস্থাগুলোর কাছ থেকে বে-সরকারী সংস্থা এনএসএস এর কমিউনিউকেশন এন্ড এডভোকেসি কো-অর্ডিনেটর মোঃ জাকির হোসেন মোল্লা এ বছর বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের নামে চাঁদা আদায় করছেন। অভিযোগ রয়েছে সঞ্চয় ও ঋণদান সমিতির কর্তৃপক্ষ চাঁদা না দিতে চাইলে তাদেরকে প্রশাসনের ভয় দেখিয়ে আদায় করছেন। এ সংস্থাগুলো থেকে তিনি সরকারী দিবসের নামে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছেন। কিন্তু উপজেলা প্রশাসন এর কিছুই জানেন না। এ চাঁদা আদায় করে তিনি নিজেই আত্মসাৎ করছেন এমন অভিযোগ উপজেলা প্রশাসনের। গত দুই বছর ধরে তিনি এভাবে চাঁদা আদায় করছেন। এতে সঞ্চয় ও ঋণদান কর্মসুচীর সমিতির কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আরো অভিযোগ রয়েছে জাকির হোসেন মোল্লা উপজেলা এনজিও ফোরামের সভাপতি দাবী করে একের পর এক এভাবে চাঁদা আদায় করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি উপজেলা এনজিও ফোরামের কেউ না। এনজিও ফোরামের নাম ব্যবহার করে তিনি নানাবিধ অপকর্ম করে আসছেন।
সেবা কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল অভিযোগ করে বলেন, জাকির হোসেন মোল্লা উপজেলা প্রশাসনের নামে আমার কাছে দুই হাজার টাকা চাঁদা দাবী করেন কিন্তু আমি তাকে চাঁদা দিতে অস্বীকার করি। পরে তিনি আমাকে উপজেলা প্রশাসন এবং মাইক্রোক্রেডিড রেগুলেটরি অথরটির ভয় দেখান। তিনি আরো বলেন, গত বছরও উপজেলা প্রশাসনের নামে আমার কাছ থেকে দুই হাজার টাকা চাঁদা নিয়েছেন। এছাড়াও উপজেলার সকল সঞ্চয় ও ঋণদান সমিতির কাছ থেকে চাঁদা আদায় করেছেন।
স্বদেশ সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি জয় চন্দ্র মাঝি বলেন, গত বছর আমার কাছ থেকে দুই হাজার টাকা চাঁদা নিয়েছেন। এ বছর আবারো দুই হাজার টাকা চাঁদা দাবী করেছেন কিন্তু আমি দেইনি।
বে-সরকারী সংস্থা নজরুল স্মৃতি সংসদ-এনএসএস এর কমিউনিউকেশন এন্ড এডভোকেসি কো-অর্ডিনেটর চাঁদা আদায়কারী মোঃ জাকির হোসেন মোল্লা বলেন, আমার বিরুদ্ধে নিউজ করবা কর, কোন সমস্যা নেই। এমন কথা বলে ফোনের সংযোগ বিছিন্ন করে দেন।
আমতলী উপজেলা সবমায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ বাদল আকন বলেন, উপজেলা সমবায় অফিসের নিবন্ধিত ৪৪ টি সঞ্চয় ও ঋণদান সমিতি রয়েছে। সকল সমিতি থেকে বিজয় দিবসের নামে জাকির চাঁদা আদায় করছেন। আমার কাছে বেশ কয়েকজন এমন অভিযোগ দিয়েছেন। তার চাঁদা আদায়ের বিষয়ে উপজেলা সমবায় অফিস জানি না। এভাবে যিনি চাঁদা আদায় করছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রয়োজন।
বে-সরকারী সংস্থা নজরুল স্মৃতি সংসস-এনএসএস নির্বাহী পরিচালক অ্যাড. শাহাবুদ্দিন পান্না বলেন, বে-সরকারী সংস্থা-এনজিও থেকে জাকির হোসেনকে চাদা আদায়ের অনুমতি দেয়া হয়নি। যদি তিনি চাঁদা আদায় করে থাকেন তা তার ব্যাক্তিগত বিষয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের নামে এনজিও ও সঞ্চয়-ঋণদান সমিতির কাছ থেকে জাকির হোসেন মোল্লাকে চাঁদা উত্তোলন করতে অনুমতি দেয়া হয়নি। উপজেলা প্রশাসনের নামে চাঁদা আদায়ের বিষয়ে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply