অর্ধশত বছরের পরিত্যাক্ত ভবনের ঝুঁকিতে আমতলী আদালতের ২০ হাজার বিচারপ্রার্থী | আপন নিউজ

বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন
অর্ধশত বছরের পরিত্যাক্ত ভবনের ঝুঁকিতে আমতলী আদালতের ২০ হাজার বিচারপ্রার্থী

অর্ধশত বছরের পরিত্যাক্ত ভবনের ঝুঁকিতে আমতলী আদালতের ২০ হাজার বিচারপ্রার্থী

আমতলী প্রতিনিধিঃ অর্ধশত বছরের পুরাতন পরিত্যাক্ত বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) দ্বিতল দুটি ভবনের ঝুঁকিতে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ২০ হাজার বিচারপ্রার্থী। জীবনের ঝুঁকি নিয়ে তারা পরগাছা জন্ম নেয়া ভবন সংলগ্ন প্রবেশ পথ দিয়ে আদালতে প্রবেশ করছেন। এতে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দ্রæত পরিত্যাক্ত ভবন দুটি অপসারনের দাবী তাদের।

জানাগেছে, আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে ১৯৭৫ সালে বিএডিসি কর্তৃপক্ষ মেশিনারিক যন্ত্রাংশ ও যন্ত্রপাতি মজুদ রাখতে দুইটি দ্বিতল পাকা ভবন নির্মাণ করে। ওই ভবন দুটি ১৫ বছর আগেই উপজেলা প্রশাসন পরিত্যাক্ত ঘোষনা করেছেন। কিন্তু তারা ভবন দুটি অপসারণের উদ্যোগ নিচ্ছে এমন অভিযোগ বরগুনা জেলা বার সদস্য ও অতিরিক্ত প্রকিসিউটর অ্যাড. জসিম উদ্দিনের। ওই সময় থেকেই ভবন দুটি পরিত্যাক্ত অবস্থায় পরে আছে। ওই ভবন দুটির মধ্যখান থেকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মুল প্রবেশদ্বার। ওই প্রবেশদ্বার দিয়ে প্রতিদিন বিচার কার্যে হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে আদালতে আসা-যাওয়া করছেন। ভবন দুটি এতোই ঝুকিপুর্ণ যে কোন সময় ধ্বসে যেতে পারে। ফলে প্রাণহানীর আশঙ্কা করছেন তারা। ভবন দুটিতে পরগাজা জন্ম হয়ে ভুতুরে অবস্থায় পরিনত হয়েছে। দিনের বেলায় ভবনের ভেতরে মানুষ প্রবেশ করতে ভয় পাচ্ছে। দ্রুত ওই ভবন দুটি অপসারণের দাবী আদালতের বিচারপ্রার্থীদের।

সোমবার বিকেলে সরেজমিনে ঘুরে দেখাগেছে, দুইটি ভবনের ইট পাথর ও ভীম খসে পরছে। ভবনে পরগাছা জন্ম হয়ে ভুতুরে অবস্থায় পরিনত হয়েছে। দুই ভবনের মাঝখান দিয়ে আদালতের প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে। ভবন ধ্বসে পরলে আদালতে আসা বিচারপ্রার্থীসহ সাধারণ মানুষের প্রাণহানীর আশঙ্কা রয়েছে।

বিচারপ্রার্থী আব্দুল মাজেদ মাষ্টার বলেন, আদালতের সামনে এভাবে দুটি পরিত্যাক্ত ভবন দেখতে যেমন অসুন্দর, তেমনি জীবনের ঝুঁকিও অনেক। দ্রæত ভবন দুটি অপসারণ করা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস বলেন, এতো ঝুঁকিপুর্ণ ভবন আদালতের যেমন ভাবমুর্তি বিনষ্ট করছে, তেমনি আদালতের প্রবেশদ্বার দিয়ে চলাচলকৃত মানুষের বেশ ঝুঁকি রয়েছে। আমতলী সিনিয়র জুডিসিয়াল আদালতের পেশকার মোঃ আবুবকর বলেন, আদালতের প্রবেশ পথের দুই পাশে দুইটি দ্বিতল পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। ওই ভবন দুটি ধ্বসে পরলে প্রাণহানীর আশঙ্কা রয়েছে।

আমতলী সিনিয়র জুডিসিয়াল আদালতের আইনজীবি অ্যাড. নুহু-উল আলম নবীন বলেন, বিএডিসির পরিত্যাক্ত ভবন দুটি বিচারপ্রার্থী ও আইজীবিদের জীবনের ঝুঁকি রয়েছে। আদালতে প্রবেশ পথে কখন কি হয়ে যায় আল্লাই জানে?

আমতলী উপজেলা বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ মোহাইমিনুল ইসলাম বলেন, মেশিনারিজ যন্ত্রাংশ ও যন্ত্রপাতি মজুদ রাখতে ভবন দুটি নির্মাণ করা হয়। ওই ভবন দুটি অনেক আগেই উপজেলা প্রশাসন পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে। কিন্তু কেন তারা অপসারণ করা হচ্ছে না তা আমার বোধগম্য নয়?

বরগুনা জেলা বার সদস্য ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ জসিম উদ্দিন বলেন, পরিত্যাক্ত ভবন দুটি অপসারণ করতে উপজেলা প্রশাসনকে বেশ কয়েকবার অবহিত করা হয়েছে। দ্রæত ভবন দুটি অপসারণ করে বিচারপ্রার্থী ও আইনজীবিদের জীবনের ঝুঁকি লাঘবের দাবী তার।

আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী বলেন, আগের পরিত্যাক্ত তালিকায় ওই ভবন দুটি থাকতে পারে। তবে খোঁজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ওই পরিত্যাক্ত ভবন দুটি যথাযথ প্রক্রিয়ায় দ্রুত সময়ের মধ্যেই অপসারণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!