কলাপাড়ায় ডায়রিয়ার প্রার্দুভাব, বেড়েছে নিমোনিয়াও | আপন নিউজ

রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর
কলাপাড়ায় ডায়রিয়ার প্রার্দুভাব, বেড়েছে নিমোনিয়াও

কলাপাড়ায় ডায়রিয়ার প্রার্দুভাব, বেড়েছে নিমোনিয়াও

রিপোর্ট-চঞ্চল সাহাঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ডায়রিয়ার প্রার্দভাব দেখা দিয়েছে । বেড়েছে নিমোনিয়াও। গত এক সপ্তাহে কলাপাড়া হাসপাতাল সহ উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে অন্ততঃ দুই’ শত রোগী চিকিৎসা নিয়েছে। পানিতে জীবানু বেড়ে যাওয়ায় বেড়েছে ডায়রিয়ার এ আক্রমন। অপরদিকে, শীত জনিত কারনে ঠান্ডা বেড়ে যাওয়ায় বেড়েছে নিমোনিয়া।
কলাপাড়া হাসপাতালের আর.এম.ও ডা.জুনায়েদ হোসেন লেলিন জানান, প্রতি বছর শীত মৌসুমে পানিতে জীবানু বেড়ে যায় । এতে ডায়রিয়ার প্রার্দভাবও ক্রমান্বয়ে বেড়ে যায় । অপরদিকে ঠান্ডা বেড়ে যাওয়ায় নেমোনিয়ার প্রকোপ বেড়ে গেছে। এছাড়া শ্বাসকষ্ট , কোল্ড এলার্জি আশংকাজনক হারে বেড়েছে। তবে এ সংক্রান্ত কোন ওষুধের সংকট নেই বলে ওই চিকিৎসক উল্লেখ করেন।
এদিকে,কলাপাড়া ইর্মাজেন্সি বিভাগ সূত্রে জানা গেছে, ঠান্ড বেড়ে যাওয়ায় অন্যান্য রোগীদের চেয়ে ডায়রিয়া ও নিমোনিয়ায় আক্রান্তদের ভর্তির সংখ্যা তুলনামূলক বেশী।
তবে একাধিক রোগীদের স্বজনরা অভিযোগ করেন বলেন, হাসপাতালে চিকিৎসা সেবা এখন আর আগের মত নেই । ডাক্তার আসে তো নার্স আসে না, আবার নার্স আসে তো ডাক্তার আসে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!