রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

রিপোর্ট-চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ডায়রিয়ার প্রার্দভাব দেখা দিয়েছে । বেড়েছে নিমোনিয়াও। গত এক সপ্তাহে কলাপাড়া হাসপাতাল সহ উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে অন্ততঃ দুই’ শত রোগী চিকিৎসা নিয়েছে। পানিতে জীবানু বেড়ে যাওয়ায় বেড়েছে ডায়রিয়ার এ আক্রমন। অপরদিকে, শীত জনিত কারনে ঠান্ডা বেড়ে যাওয়ায় বেড়েছে নিমোনিয়া।
কলাপাড়া হাসপাতালের আর.এম.ও ডা.জুনায়েদ হোসেন লেলিন জানান, প্রতি বছর শীত মৌসুমে পানিতে জীবানু বেড়ে যায় । এতে ডায়রিয়ার প্রার্দভাবও ক্রমান্বয়ে বেড়ে যায় । অপরদিকে ঠান্ডা বেড়ে যাওয়ায় নেমোনিয়ার প্রকোপ বেড়ে গেছে। এছাড়া শ্বাসকষ্ট , কোল্ড এলার্জি আশংকাজনক হারে বেড়েছে। তবে এ সংক্রান্ত কোন ওষুধের সংকট নেই বলে ওই চিকিৎসক উল্লেখ করেন।
এদিকে,কলাপাড়া ইর্মাজেন্সি বিভাগ সূত্রে জানা গেছে, ঠান্ড বেড়ে যাওয়ায় অন্যান্য রোগীদের চেয়ে ডায়রিয়া ও নিমোনিয়ায় আক্রান্তদের ভর্তির সংখ্যা তুলনামূলক বেশী।
তবে একাধিক রোগীদের স্বজনরা অভিযোগ করেন বলেন, হাসপাতালে চিকিৎসা সেবা এখন আর আগের মত নেই । ডাক্তার আসে তো নার্স আসে না, আবার নার্স আসে তো ডাক্তার আসে না।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply