
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে দুস্থ ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেছেন। রোববার (৩১ জানুয়ারী) বেলা ১১ টায় পৌর শহরের নাচনাপাড়া এলাকায় এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদের পটুয়াখালী জেলার সমন্বয়ক মো: শহিদুল ইসলাম ফাহিম।
বিশেষ অতিথি ছিলেন, ছাত্র অধিকার পরিষদের পটুয়াখালী জেলার সহ সমন্বয়ক মহসিন ইসলাম, আতিকুর রহমান। এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র কম্বল বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোঃ বনি আমিন। কলাপাড়া উপজেলার ১২ টা ইউনিয়নে শীতবস্ত্র কম্বল বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে বলে বক্তারা জানিয়েছেন।
Leave a Reply