গলাচিপার আমখোলায় আশ্রয়ন প্রকল্পের নানা সমস্যায় জর্জরিত, মানবতার জীবন যাপন | আপন নিউজ

শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই, কোন দু’র্নী’তি অ’নি’য়ম সহ্য করা হবে না-ডা: জহির উদ্দিন কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় মানসিক ভারসাম্যহীন নারী নি’হ’ত কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন
গলাচিপার আমখোলায় আশ্রয়ন প্রকল্পের নানা সমস্যায় জর্জরিত, মানবতার জীবন যাপন

গলাচিপার আমখোলায় আশ্রয়ন প্রকল্পের নানা সমস্যায় জর্জরিত, মানবতার জীবন যাপন

সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর গলাচিপার আমখোলা ইউনিয়নের বাউরিয়ার চারআনা গ্রামে অবস্থিত বাউরিয়ার চারআনা আবাসন প্রকল্পের মানুষের নানা সমস্যায় জর্জরিত এবং মানবতার জীবন যাপন করছে। মানুষের মৌলিক চাহিদা মধ্যে শুধুমাত্র বাসস্থানের ব্যবস্থা রয়েছে বাসিন্দাদের জন্য। আশ্রয়ন প্রকল্পটি সংস্কার না করায় টিন ফুটো ও মরিচা ধরে খসে পড়ছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে,”আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এমন শ্লোগানকে সামনে রেখে সরকারি উদ্দোগে উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়ার চারআনা গ্রামে আশ্রয়ন প্রকল্পটি গড়ে ওঠে। ২০০১ সালে এই প্রকল্পটি উঠানো হয় সেই থেকে ৬টি ব্রাকে ৬০টি ঘরে ৬০টি পরিবার বসবাস শুরু করে। দীর্ঘ ১৯ বছরের মধ্য কোন সংস্কার না করায় টিন ফুটো ও মরিচা ধরে খসে পড়ছে। চালের উপর পলেথিন, ইট, কাঠ, মাটি দিয়ে কোনো রকম বৃষ্টির পানি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে বাসিন্দারা। ফলে কোনো কোনো বাসিন্দা আশ্রয়ন ছেড়ে চলে গেছেন অন্যত্র, স্থানীয় আশ্রয়ন প্রকল্পের মোসাঃ তাছলিমা বেগম, অসিমা বেগম, তানিয়া, নাজমা ও নাসিমা বেগব বলেন, ৬টি টয়লেটের মধ্যে ৪টি ব্যবহারের অযোগ্য। ৩টি নলকূপের মধ্যে দু’টি অকেজো। একটি দিয়ে কোন মতে সুপেয় পানির কাজ চলছে। গোসলের একমাত্র ভরসা পাশের খালের পানি। নারী ও শিশুদের চিকিৎসার জন্য নেই কোন সুব্যবস্থা। এখানকার অর্ধেক শিশুই স্কুলে যায় না।
একাধিক ভুক্তভোগী মোঃ কবির গাজী, আলতাব মোল্লা, গনেশ, কালাম গাজী, বরুজান বিবি জানান, প্রকল্পের ইউনিট গুলো বসবাসের উপযোগী না। বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে। ঝড়ে খসে পড়ছে চালের পচা কাঠও। আহত হয়েছেন অনেকেই। দিনে-রাতে যখনই বৃষ্টি ও ঝড় হচ্ছে, তখনই বিছানাপত্র গোছ-গাছ করে বসে থাকতে হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় পানি সংকট, ভাঙ্গাচুরা নাজুক স্যানিটেশন ব্যবস্থা, বেহাল যোগাযোগ ব্যবস্থা। আমাদের আশ্রয়নে বিদ্ৎুতের খুটি এনে রেখেছে কিন্তু এখন পর্যন্ত আমাদের লাইন দিয়েছে ২৬টি ঘরে বাকি ৩৪টি ঘরে অন্ধকার আমরা রাতে অন্ধকারে বসবাস করি এবং আমাদের আশ্রয়ন প্রকল্পের জায়াগাটি এখ পর্যন্ত রেজিষ্ট্রারি করে দেয় নাই। এসব সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের কাছে বার বার ধরনা দিলেও মেলছে না কোনো সমাধান। তাদের দাবি, অতি দ্রুত আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো সংস্কারসহ সকল সমস্যা সমাধানের মাধ্যমে বসবাসের উপযোগী করে তোলা।
ইউপি সদ্যস মোঃ হেলাল হাওলাদার বলেন, আমার কাছে যে বরাদ্ধ আছে তা দিয়ে আশ্রয়ন প্রকল্পটি উন্নয়ন করা সম্ভব না। এর পর যত সম্ভব আমি রাস্তাঘাট ঘর মেরামত এবং বিদ্যুৎতের জন্য চেষ্টা করেছি। আমি উপজেলার বিভিন্ন দপ্তরকে অবগত করেছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিষ কুমার বলেন, আমখোলা ইউনিয়নের বাউরিয়ার চারআনা গ্রামে অবস্থিত বাউরিয়ার আবাসন প্রকল্পের লোকজন আমার কাছে এসেছিলেন। ঘরগুলো পুন:সংস্কার ও সকল সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!