
চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, কলাপাড়া প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উদীচী শিল্পী গোষ্ঠী, মানিকমালা খেলাঘর আসর, শহিদ আলাউদ্দিন স্মৃতি সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাস্থ্যবিধি মেনে পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করেছেন। এ উপলক্ষ্যে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনর্মিত ভাবে উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, অগ্রনী স্কুল এ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো.শহিদুল ইসলাম বিশ্বাস সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply