কলাপাড়া আইনজীবী সহকারী সমিতির নির্বাচন শুষ্ঠো শান্তিপুর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে। কলাপাড়া আইনজীবী সহকারী কল্যান সমিতির ২০২১-২০২২ অর্থ বছরের কার্যকরী কমিটি গঠন উপলক্ষে নির্বাচনে সমান সমান ভোটে এস এম সেলিম রেজা ও আবদুল হাই হাওলাদার পেয়েছেন। পরে আবদুল হাই হাওলাদার সিনিয়র সদস্য হিসেবে ছাড় দিয়ে সমঝোতার ভিত্তিতে এস এম সেলিম রেজাকে সভাপতি নির্বাচিত ঘোষনা করা হয়। সহসভাপতি হিসেবে বিনাপ্রতিদ্বন্দিতায় মোঃ ইমাম হোসেন, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ৩২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আবদুল হক হাওলাদার ১৯ ভোট পেয়েছেন। সহসাধারন সম্পাদক হিসেবে মেহেদী হাসান, সদস্য হিসেবে ইব্রাহিম, কাওসার সিকদার বাদল, মোঃ ফয়সাল বিনাপ্রতিদ্বদিতায় নির্বাচিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়।
Leave a Reply