সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

রিপোর্ট-চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলাকে জেলায় রূপান্তরিত করার দাবীতে মংগলবার (৯ মার্চ) সকাল ১০ টার দিকে স্থানীয় সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কে এক কিলোমিটার জুড়ে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয় ।
”কলাপাড়া জেলা চাই” শ্লোগান সংবলিত শতাধিক ব্যানার নিয়ে বিভিন্ন পেশাজীবির মানুষ এ কর্মসূচীতে অংশ গ্রহন করে। জেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহিববুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান, আ’লীগ কলাপাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার, বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, মুক্তিযোদ্ধা, এনজিও কর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর সহ বিভিন্ন শ্রেনী পেশার অন্ততঃ অর্ধশত মানুষ বক্তব্য রাখেন । বক্তারা বলেন” কলাপাড়া উপজেলাকে জেলায় রূপান্তরিত করার যথেষ্ট যৌক্তিক কারন রয়েছে । এ দাবী আরো ৫০ বছর আগেও উত্থাপিত হয়েছিল । জেলা না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলেও উল্লেখ করেন বক্তারা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply