গলাচিপায় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা | আপন নিউজ

রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
সন্ত্রাস, ভূমিদস্যু, চাঁদাবাজের দলে কোন জায়গা হবে না- প্রতিমন্ত্রী মহিববুর রহমান কুয়াকাটায় দুর্যোগে পূর্বাভাস-ভিত্তিক সংলাপ গলাচিপায় আসন্ন উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং অন্যভুবন সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত কলাপাড়ায় অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী আমতলীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে দশ হাজার টাকা অর্থদন্ড আমতলীতে চাঁদা না দিলে বিধরা নারীকে প্রাণ নাশের হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ কলাপাড়ায় মুরগীসহ পালনের উপকরণ দেয়ার কথা বলে টাকা হাতিয়ে উধাও প্রতারক সংস্থা আমতলী সরকারী কলেজের সামনের অবৈধ স্থাপনা অপসারণ দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
গলাচিপায় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা

গলাচিপায় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা

গলাচিপায় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এমআর সাইফুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো প্রমুখ। মেলায় মোট ৩৬টি স্টল রয়েছে। স্টলগুলোতে রয়েছে শঙ্কর জাতের গরু, শঙ্কর জাতের বকনা, ষাঁর, ভেড়া, ছাগল, টার্কি, পোল্ট্রি মুরগি, লাভবার্ড, বিভিন্ন প্রজাতির পাখি।
এছাড়াও মেলায় রয়েছে মাটি বিহীন হাইড্রোফনিক ঘাস যা স্টীলের ট্রেতে গম, ভুট্টা, নেপিয়ান ঘাসের বিচির মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। গবাদি প্রাণীর খাবারের ঘাস কাটার মেশিন, গরুর কৃত্রিম প্রজনন করার তরল নাইট্রোজেন কনটেইনারসহ অন্যান্য যন্ত্রপাতি, উঁচু জমির উন্নত জাতের পাকচং ঘাস যা দেশীয় ঘাসের চেয়ে পাঁচগুণ পুষ্টিদায়ক এবং এক একর জমিতে ৪০-৫০ টন ঘাস উৎপাদন করা সম্ভব, নিচু জমির উন্নত জাতের জার্মান ঘাস যা একবার রোপন করলে ৫-৭ বছর চাষ করা সম্ভব। মেলায় আরও রয়েছে দুধের তৈরি হরেক রকম পণ্য। যেমন- মালপোয়া, পাটিসাপটা, দুধপুলি, পায়েস, কুলি পিঠা, ভাঁপা পিঠা, রসালো পিঠা, ঝিনুক পিঠা, ডিমের বিস্কুট পিঠা, চন্দ্রপুলি, ছানা, মিষ্টি ইত্যাদি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, করোনাকালীনে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও মেলাটি বড় পরিসরে করা সম্ভব হয়নি। আবার প্রযুক্তিনির্ভর অনেক সমস্যার কারণে অনেক কিছুই করা সম্ভব হয়নি। মেলা শেষে প্রধান অতিথি ডেইরী, ছাগল-ভেড়া, প্রযুক্তি ও পোল্ট্রি এই চার ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!