বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ১০:৪৩ অপরাহ্ন
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেনকে মঙ্গলবার রাতে ব্যাংক কার্যালয়ে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। জনপ্রতিনিধি,ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকরা এ সংবর্ধনার আয়োজনে করে।
আমতলী অগ্রনী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ রাসেল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপক ও পটুয়াখালীর আ লিক প্রধান মোঃ মহিউদ্দিন গাজী। বিশেষে অতিথি ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নবাগত ব্যবস্থাপক মোঃ আবদুল মালেক, ব্যবস্থাপক এম মাজহারুল কবির, পটুয়াখালীর আঞ্চলিক কার্যালয়ের এসপিও মোঃ শাহ আলম, রুপালী ব্যাংক ব্যবস্থাপক মোঃ মরিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা ও ব্যবসায়ী মোঃ কামাল আকন। প্রিন্সিপাল অফিসার মোঃ হুমায়ূন কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, প্রিন্সিপাল অফিসার মোঃ সুলতান আহম্মেদ, মোঃ সাইফুল ইসলাম ও ইয়াসিন আলী প্রমুখ। বিদায়ী ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন ২০১৮ সালের ২৪ মে আমতলী অগ্রনী ব্যাংকে ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। ন্যায় ও নিষ্ঠার সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন। ওই সভায় ব্যাংকের নবাগত ব্যবস্থাপক মোঃ আবদুল মালেককে স্বাগত সংবর্ধনা দেয়া হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply