শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় তৃতীয় ধাপে গলাচিপা সদর, পানপট্টি, ডাকুয়া, গজালিয়া, কলাগাছিয়া, বকুলবাড়িয়া, চরকাজল ও চরবিশ্বাস ইউপির নবনির্বাচিত মেম্বারদের শপথ প্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ৭২ জন সাধারণ ও সংরÿিত (মহিলা) ২৪ জন ইউপি সদস্যের শপথ বাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোলস্না, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানগণ, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে সকালে জেলা প্রশাসকের হল রম্নমে জেলা প্রশাসক মো. কামাল হোসেন এসব ইউপির চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
উলেস্নখ্য, গত ১১ নভেম্বর গলাচিপা উপজেলায় ৮ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply