শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপা।। একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিওথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় এ মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়।
শুক্রবার (২৯ জুলাই) গলাচিপা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভে আয়োজন করে গলাচিপা প্রেসক্লাব।সমাবেশে বক্তারা সাংবাদিক ইমরান টিটুর বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, দুর্নীতি নিয়ে ইমরান টিটু একটি অনুসন্ধানী রিপোর্ট করায় তার বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। মামলার বাদি কথিত সাংবাদিক বাদল হোসেন ওরফে বাক্স বদল দুর্নীতির বিরুদ্ধে ওই রিপোর্ট ঠেকানোর জন্য ইমরান টিটুর অফিসে গিয়ে উৎকোচ দেয়ার চেষ্টা করেন। কিন্তু উৎকোচ না নিয়ে তিনি ওই ভিডিও সহ সংবাদ প্রকাশ করেছেন।
বক্তারা অবিলম্বে সাংবাদিক ইমরান টিটুর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও মাজারের দুর্নীতি চক্রের সহযোগী বাদলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গলাচিপা প্রেসক্লাবের সদস্য ও গলাচিপা একাত্তর টেলিভিশনের প্রতিনিধি সাকিব হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়।
এছাড়া আরো উপস্থিত ছিলেন গলাচিপায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply