বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৮ পূর্বাহ্ন
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। ইসি কর্তৃক জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনায় নড়চড়ে উঠেছে প্রার্থী ও সম্মানীত জনপ্রতিনিধি ভোটারগন। আগামী ১৭অক্টোবর অনুষ্ঠিত পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে তিন উপজেলা কলাপাড়া, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার জনপ্রতিনিধি ভোটারদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজমান।
কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য কর্মী বান্ধব জনপ্রিয় নির্মোহ ব্যক্তিত্ব তৃনমুল থেকে উঠে আসা নুতন মুখ সাংবাদিক মোসাঃসালমা কবির মহিলা সদস্য পদের প্রার্থীতা ঘোষণা করেছেন গণমাধ্যম কর্মীদের কাছে। চালাচ্ছেন অব্যাহত গনসংযোগ, কুশল বিনিময় ও মুঠোফোন যোগাযোগ রক্ষা করে চলছেন।
১৫সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন।।তিনটি উপজেলার ৪৬০জন জনপ্রতিনিধি তাদের মুল্যবান ভোট দিবেন। সালমা কবির দীর্ঘ দিন থেকেই অসহায় জনগোষ্ঠীর পাশে থেকে সমস্যা নিরসনে আশাতীত কাজ করে চলেছেন। আওয়ামী রাজনীতির সাথে জড়িত সালমা কবির বর্তমানে মহিলা আওয়ামী লীগের কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সদালাপী সালমা কবির ২০০৫সালে কোডেক ও সেইভ দি চিলড্রেন যৌথ উদ্দোগে পরিচালিত সাকিসিড প্রজেক্ট প্রাক প্রাথমিক শিক্ষার উপর কাজ করেছেন ২০১০সাল পর্যন্ত সেখানেএকাধীক বার ভুয়শী প্রশংসা কুড়িয়েছেন। ২০০২ সালে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহ কারী গ্রন্হাগারিক হিসেবে কর্মরত রয়েছেন।অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ প্রতিস্ঠিত বিশ্ব সাহিত্য কেন্দ্র পরিচালিত সেকায়েফ প্রকল্পে ২০১৬এবং ২০১৭সালে পর পর দুইবার সেরা সংগঠক সম্মামনা পুরুস্কার লাভ করেন।
২০২১সালে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে “জয়িতা” সম্মাননা পুরুস্কার লাভ করেন। বাংলাদেশ বিদ্যালয় গ্রন্হাগার সমিতির কলাপাড়া উপজেলার দায়িত্বে রয়েছেন মোসাঃসালমা কবির।
বীর করোনা যোদ্ধা দুর্যোগকালীন সময়ে খাদ্য সহায়তা দিয়ে অসহায় মানুষের পাশে ছিলেন।শীত বস্ত্র দিয়েছেন নিজের অর্থায়নে।প্রায় দুই হাজারের ও বেশী জনগনকে নিজের খরচে রেজিস্ট্রেশন করিয়ে করোনা ভ্যাকসিন নিশ্চিত করেছেন। ১৯৯৭/১৯৯৮সালে কলাপাড়া প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম বশির উদ্দিন বিশ্বাস’র উৎসাহর অনুপ্রেরনায় সাংবাদিকতা পেশায় আসেন।চলমান সময়ে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিনের কন্ঠ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি’র দায়িত্ব পালন করছেন। কলাপাড়া উপজেলা শাখার ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি, কলাপাড়া পৌর সভার ০২নং ওয়ার্ডের পর পর তিনবার (হ্যাট্রিক) নির্বাচিত কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র জনপ্রিয় ব্যক্তিত্ব হুমায়ুন কবির’র সহ-ধর্মিনী দুই কন্যা সন্তানের জননী মোসাঃ সালমা কবির গণমাধ্যম কর্মী ও সম্মানিত জনপ্রতিনিধি ভোটার গনকে অভিনন্দন জানিয়ে ১৭অক্টোবর অনুষ্ঠিত পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে মহিলা সদস্য পদে মুল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি। ইতোমধ্যে তাঁর শুভাকাঙ্ক্ষী সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিলা সদস্য প্রার্থী মোসাঃসালমা কবির ভাইরাল হয়ে প্রচারশীর্ষে রয়েছেন।
মহিলা সদস্য প্রার্থী মোসাঃসালমা কবির সকলের ভালোবাসায় সিক্ত থেকে জনগনের সেবক হয়ে জনসেবা করতে চান। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সালমা কবির আস্থা রেখে পাশে থাকার অনুরোধ করেন কলাপাড়া, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার সম্মানীত জনপ্রতিনিধি ভোটার গনকে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply