বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
সম্প্রতি কয়েকটি আঞ্চলিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘‘কলাপাড়ায় পীর সাহেবের কর্মকাণ্ড ফাঁস’’ শিরোনামে প্রকাশিত সাংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
সাংবাদটিতে আরও বলা হয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নাচনাপাড়া এলাকার আলমগীর হাওলাদারের পুত্র জহিরুল ইসলাম এবং জাহাঙ্গীর হাওলাদারের পুত্র পারভেজ হাওলাদার কে বিদেশে পাঠানোর মাধ্যমে সাড়ে নয় লক্ষ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। উক্ত প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যমুলক সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।
এক প্রতিবাদ লিপিতে মাওলানা মোঃ আবুল কালাম আজাদ বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এ নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, যে নিজ পুত্র মোঃ তোহা এবং ভাইজি জামাতা মোঃ বশির কে বিশ্বস্ত লোকের মাধ্যমে সৌদি পাঠানো উদ্দেশ্য গ্রহণ করলে জহিরুলের মাতা লুৎফা এবং পারভেজের মা পারুল বেগম তাদেরও একই সাথে পাঠানোর জন্য ধর্না ধরেন। অনেক অনুনয়-বিনিনয় পর দুইজনের কাছ থেকে দেশ এবং কর্মস্থলের সকল খরচা বাবদ ৭ লাখ ৯৮ হাজার টাকা নিয়ে ভিসা প্রদান করে রিক্রুটিং প্রতিষ্ঠান। একই খরচে, একই সময়, একই সাথে, একই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের চারজনকে সৌদি পাঠায়। কিন্তু সৌদি পৌছার পর দৈনন্দিন কাজের চাপসহ আবহাওয়া ও পরিবেশের সাথে খাপ না খাওয়াতে পেরে জহিরুল ও পারভেজ দেশে ফিরত আসতে চায়। নানা অজুহাতে তুলে পরিবারের কাছে কান্নাকাটি করে। এজন্য ওই দুইজনের পরিবার সমুদয় টাকা ফেরতসহ ফিরতি বিমান ভাড়া প্রদানের জন্য স্থানীয় প্রভাবশালীর মাধ্যমে আমাকে অনৈতিক ভাবে উপুর্যপোরি চাপ, হুমকি প্রয়োগ করে থাকে। স্থানীয় ব্যক্তি, ইউনিয়ন পরিষদ, থানায় অভিযোগ প্রদানের মাধ্যমে সুবিধা করতে না পেয়ে সর্বশেষ আদালতে মামলা দায়ের করে হয়রানি করছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের রেশ ধরে একটি কু-চক্রমরের ইন্দরে আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে। ওই পরিবার দুটি সাংবাদিক ভাইদের কাছে মনগড়া তথ্য দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে। আমি প্রশাসন ও সাংবাদিক ভাইদের কাছে বিনয় সাথে অনুরোধ করবো সঠিক তদন্ত করে করেন এতে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
-মোঃ আবুল কালাম আজাদ, পীর সাহেব নাচনাপাড়া, কলাপাড়া, পটুয়াখালী।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply