শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

আপন নিউজ ডেস্ক: পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান আহমেদ মৃধা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান প্রমূখ।
জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সামাজিক সম্প্রীতি সমাবেশে জন-প্রতিনিধি, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply