বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

আপন নিউজ অফিস: লাউ, সশা, কমরাসহ শীতকালীন সবজির বীজ বিতরন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পাখিমারা বাজারে বসে ভাই ভাই সীট এর এরিয়া ম্যানেজার শিকদার মোঃ শহিদুল ইসলাম উপস্থিত থেকে অর্ধশতাধিক কৃষকদের মাঝে বীজ বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের আইপিএম ক্লাব এর সভাপতি মোঃ জয়নাল শিকদার, পরিবেশক আলম সরদার প্রমূখ।
এসময় সুবিধা ভোগী কৃষক আঃ মালেক গাজী বলেন, ঘূর্ণি ঝড়ে দেড় একর জমির কিছু কিছু স্থানের লালশাক, টমেটো চারা, লাউ গাছ, সশা খিরাইসহ বিভিন্ন প্রজাতির শীতকালীন সবজি গাছ ও চাড়া নস্ট হয়ে যায়। এতে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পরায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পরি। এমন অবস্থায় ভাই ভাই সীট এর পক্ষ থেকে শীতকালী সবজির বীজ দেয়ায় আমিসহ অর্ধশত কৃষকের উপকার হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply