কলাপাড়ায় টিসিবির পণ্যে হরিলুট; প্রকৃত কার্ডধারীরা পাচ্ছেনা এর সুবিধা | আপন নিউজ

মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনায় প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: সংবাদ সম্মেলনে ভিপি নুর আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক নি’হ’ত কলাপাড়ায় অ’বৈ’ধ বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জ’রি’মা’না, কা’রা’দণ্ডের আদেশ কলাপাড়ায় ই’য়া’বা বিক্রির দায়ে দুই যুবকের কা’রা:দ’ণ্ড কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার
কলাপাড়ায় টিসিবির পণ্যে হরিলুট; প্রকৃত কার্ডধারীরা পাচ্ছেনা এর সুবিধা

কলাপাড়ায় টিসিবির পণ্যে হরিলুট; প্রকৃত কার্ডধারীরা পাচ্ছেনা এর সুবিধা

নয়নাভিরাম গাইন (নয়ন): কলাপাড়ায় টিসিবির পণ্য বিতরনে অনিয়মের অভিযোগ। প্রতিমাসে প্রকৃত কার্ড ধারীরা পণ্যনা নিয়েই খালিহাতে ফিরছেন কার্ডধারীদের। অভিযোগ নিদ্রিষ্ট সময় পর্যন্ত দেয়া হচ্ছেনা পণ্য প্রভাবশালীরা বিনা কার্ডে নিয়ে যাচ্ছে অহরহ। অনিয়মের বিষয়ে জনপ্রতিনিধিরা দিচ্ছেন দায়সারা যুক্তি। ব্যাবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলার নীলগঞ্জ ইউপির শেখকামাল সেতু টোলপ্লাজা সংলগ্ন টিসিবির পণ্য বিতরন করেন ডিলার ও নির্বাচিত ইউপি সদস্যরা। প্রতিমাসেই এই টিসিবির পণ্য এখান থেকেই বিতরন করা হয়। কিন্তু এই টিসিবির পণ্য বিতরনে অনিয়মের যেন শেষ নেই। প্রকৃত কার্ডধারীদের অভিযোগ পণ্য বিতরণের নিদ্রিষ্ট তারিখ ও সময় তাদের জানানো হয় না। যদিও জানায় তা বিতরনের এক’ দু ঘন্টা আগে জানানো হয়। ফলে সময় মত অনকেই নেয়ার সুযোগ পান না। এছাড়াও অভিযোগ রয়েছে প্রকৃত কার্ড ধারী উপস্থিত থাকতেও কার্ড ব্যাতিত লোকদের পণ্য বিতরন করা হয়। বিতরণের দিন সকালে নিদ্রিষ্ট সময় থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিতরনের নিয়ম থাকলেও দুপুর ১ টা থেক ২ টার মধ্যে তা শেষ করে চলে যায়। এতে সরকারের দেয়া সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত অসহায়,ক্ষুদার্থ ও নিম্ন আয়ের মানুষ।

বুধবার টিসিবির পণ্য নিতে আসা ১৯২ নং কার্ডধারী সুনিল চন্দ্র, ৫০৬ নং কার্ডের রাজ্জাক হাং, ৫৩০ নং এর শাহীন হাং ১৬১ নং কার্ডের সোহাগ সিকদার,১৯৯ নং কার্ডের খলিল শিকদার,৭৬ নং কার্ডের মজিবর গাজী, ১৪ নং কার্ডের এসাহাক, ৭৫ নং কার্ডের সোলায়মান সহ অসংখ্য কার্ড ধারীরা বিকাল ৪ টা পর্যন্ত অপেক্ষা করে কাউকে খুজে না পেয়ে পণ্য না নিয়েই চলে যেতে বাধ্য হন। এসময় তারা প্রতিবেদেকের নিকট উল্লিখিত অভিযোগ তুলে ধরেন। উক্ত ঘটনায় তারা সারিবদ্ধ ভাবে দাড়িয়ে কার্ড উচিয়ে এর প্রতিবাদ করেন।

অভিযোগের বিষয়ে মহিলা ইউপি সদস্য মমতাজ বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কার্ডধারীরা সময় মত নিতে না আসলে আমরা কি করবো। উক্ত বিষয়ে ইউপি সদস্য আফজাল হোসেনের কাছে বার বার ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।

নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া বলেন, আমি পটুয়াখালীতে আছি, বিষয়টি আমি খোঁজ নিয়ে জানবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, প্রকৃত কার্ডধারীরা যাতে পণ্য পায় এবং নিদ্রিষ্ট সময় পর্যন্ত যাতে পণ্য বিতরন করা হয়, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বাস দিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!