শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সঞ্জিব দাস,গলাচিপা: শিক্ষাই শক্তি, শিক্ষাই জাতির মুক্তি, ভবিষ্যৎ বাংলাদেশ ও আগামী পৃথিবী। শিশু শিক্ষার হাতে খড়ি, প্রথমে স্কুলে যাওয়া, নতুন বই, বন্ধু হওয়া, স্কুলগামী করা ,সর্বোপরি শিক্ষা লাভে সকল শিশু মানসিককভাবে, শিক্ষাকে বুঝতে পারে, জানতে পারে, চিনতে পারে, সেই লক্ষ্যে ২০০৮ সালের ১৪ই ফেব্রুয়ারি গলাচিপা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় সচিব ও বিশিষ্ট শিক্ষাবিদ আবুল কাসেম মোঃ মহিউদ্দিন ও মিসেস সেলিনা মহিউদ্দিন উপজেলা কমপ্লেক্সে শিশুর প্রতি ভালোবাসা দিবসকে উৎসর্গের জন্য বাংলাদেশ- তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রতিষ্ঠা করে। ১৪ই ফেব্রুয়ারি ২০০৮ তারিখ স্কুলের পাঠদান চালু করে। দীর্ঘ ১৫ বছরে স্কুলটি শিক্ষায়, সংস্কৃতি, ক্রীড়া নৈপুণ্যে এক গৌরবউজ্জ্বল সম্মান লাভ করেছে। স্কুলের শুভ-জন্মদিনে প্রতিষ্ঠাতা আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। এছাড়ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি ও বর্তমান নির্বাহী অফিসার শিক্ষাবিদ মোঃ মহিউদ্দিন আল হেলাল, স্কুলের অধ্যক্ষ ও মিসেস নির্বাহী অফিসার ডাক্তার জান্নাতুল নাঈম আইভি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য শিশু বান্ধব মু. খালিদ হোসেন মিল্টন ও স্কুলের উপাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। স্কুলের শিশু শিক্ষার্থীরা সকাল থেকে গান ,নৃত্যে আনন্দ উৎসবে স্কুল আঙ্গিনা পুলকিত করে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply