গলাচিপায় আদালতে মামলা করায় প্রতিপক্ষ বেপরোয়া | আপন নিউজ

শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই, কোন দু’র্নী’তি অ’নি’য়ম সহ্য করা হবে না-ডা: জহির উদ্দিন কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় মানসিক ভারসাম্যহীন নারী নি’হ’ত কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা
গলাচিপায় আদালতে মামলা করায় প্রতিপক্ষ বেপরোয়া

গলাচিপায় আদালতে মামলা করায় প্রতিপক্ষ বেপরোয়া

গলাচিপা প্রতিনিধিঃ গলাচিপায় পৈত্রিক সম্পত্তি নিয়ে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূর আহত হওয়ার খবর মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) প্রকাশিত হয়। এতে আহত গৃহবধূ রুজিনা বেগমের শ্বশুর বাদী হয়ে ৬ জনকে আসামী করে মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, গলাচিপায় একটি মামলা দায়ের করেন। যা মামলা নম্বর ১৭৭/২০২৩, তারিখ- ২৭/০২/২০২৩।

ঘটনাটি ঘটেছে উপজেলার আমখোলা ইউনিয়নের কিসমত বাউরিয়া গ্রামে ৮ নম্বর ওয়ার্ডে ফেদুলি মৃধা বাড়িতে। আদালতে মামলা দায়ের করায় প্রতিপক্ষরা যেন আরো বেপরোয়া হয়ে উঠেছে। এ বিষয়ে প্রতিপক্ষরা প্রশাসনকে এক হাতে নিয়ে চালিয়ে যাচ্ছে তাদের প্রতিহিংসামূলক কার্যক্রম। এ বিষয়ে রবিবার (৫ মার্চ) আহত গৃহবধূ রুজিনা বেগম (৩০) জানান, প্রতিপক্ষরা আমাদেরকে মারধর করেছে। আমাকে কুপিয়েছে, আমাদের গোয়াল ঘর ও বাড়ি ঘর কুপিয়েছে, ভাংচুর করেছে। আমার শ^শুর সুষ্ঠু বিচারের আশায় আইনের আশ্রয়ের জন্য আদালতে মামলা করায় প্রতিপক্ষরা এখন আমাদেরকে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে যাচ্ছে। আমরা ভয়ে আছি। যেকোন সময়ে প্রতিপক্ষরা আমাদেরকে প্রানে মেরে ফেলতে পারে। এভাবে আর কত দিন চলবে। আমরা কী আইনের কাছে বিচার চেয়ে অপরাধ করেছি। এ বিষয়ে মামলার বাদী মো. ইউনুচ মৃধা (৭৫) বলেন, আমি আমার পৈত্রিক ওয়ারিশি সম্পত্তিতে গোয়াল ঘর তৈরি করেছি। আমার বাবা মৃত. রুস্তুম আলী মৃধার নামে উক্ত জায়গার রেকর্ড আছে। আমার পৈত্রিক ওয়ারিশি জমির মৌজাঃ বাউরিয়া কিসমত, জে,এল নং-১৪, খতিয়ান নং-২৫৭, দাগ নং- ১২৫০, ১২৫১, ১২৫৪। এই তিন দাগের সরকারি খাজানাদি পরিশোধ করে ভোগ দখলে আছি। কিন্তু লোভের বশে আমারই ভাই ও ভাইয়ের ছেলেরা তা ভেংগে ফেলে এবং আমার পুত্রবধূকে খুনের জন্য কোপ দেয়। আমার ঘর ভাংচুর করে লুটপাট করেছে। তাই আমি গলাচিপা কোর্টে মামলা করেছে। বিজ্ঞ আদালত পটুয়াখালী ডিবিকে উক্ত মামলার তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

আদালতে মামলা করায় প্রতিপক্ষরা আমাদেরকে বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছে। আর প্রশাসন নাকি প্রতিপক্ষদেরকে কিছুই করতে পারবে না বলে বিভিন্ন স্থানে জানাচ্ছে। এ বিষয়ে প্রতিপক্ষ মো. শামীম মৃধার কাছে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!