মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি চাকরিজীবীসহ স্কুল-কলেজের শিক্ষকদের দিয়ে প্রচার প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে আ’লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী দেলওয়ার হোসেন শিকদারের বিরুদ্ধে।
এছাড়া তার সমর্থকদের বিরুদ্ধে ঘোড়া মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম ওয়ালিউল্লাহ্ (নান্নু শিকদার)-এর নির্বাচনী প্রচারণায় বাঁধা প্রদানসহ নানা অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুর রশিদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন- নৌকা মার্কার প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক-কর্মচারীসহ প্রাইমারি স্কুল শিক্ষকদের ব্যবহার করছেন এবং অসংখ্য মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করাসহ সমর্থকদের মাধ্যমে প্রচার মাইক আটকে রেখে প্রচারে বাঁধা প্রদান, পোস্টার সাঁটাতে বাঁধা, ছিঁড়ে ফেলা, স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মারধর ও ফোন করে প্রাণ নাশের হুমকি প্রদান, নারী কর্মীদের বাঁধা প্রদান ও হেনস্থা করা হচ্ছে।
তবে অভিযোগের বিষয়ে নির্বাচন অফিস থেকে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে গণমাধ্যমে জানিয়েছেন এ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ বলেন, ১৬ মার্চ শান্তিপূর্ণভাবেই উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আমরা কিছু এলাকা থেকে প্রচারণায় বাঁধা প্রদানের লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ইউনিয়নে প্রশাসন সজাগ রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আগামী ১৬ মার্চ এ উপজেলার ডালবুগঞ্জ, মিঠাগঞ্জ, বালিয়াতলী, ধানখালী ও চম্পাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম-এর মাধ্যমে অনুষ্ঠিত হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply