শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ দৈনিক ইনকিলাব পত্রিকার গলাচিপা উপজেলা সংবাদদাতা ও গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সিনিয়র প্রভাষক মো. জাহাঙ্গীর কবির মঙ্গলবার (৪ এপ্রিল) গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের নিজ বাসায় সকাল ৭ ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে —– রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বর্তমানে স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু অসংখ্য গুনগ্রাহী ও বন্ধু বান্ধব রেখে গেছেন। তার প্রথম জানাযার নামাজ গলাচিপা মহিলা ডিগ্রি কলেজে দুপুর ১২টায় আর দ্বিতীয় জানাযার নামাজ গজালিয়া ইউনিয়নের বাহের গজালিয়া গ্রামে আছর নামাজের পর তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
গলাচিপায় সাংবাদিকদের মধ্যে শোকের ছায়ায় নেমে এসেছে। গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ সকল শিক্ষকবৃন্দ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, বাংলাদেশ বুলেটিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাস, দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি বাইজিদ সিকদারসহ সকল সাংবাদকর্মী ও উপজেলা সকল মানুষ মো. জাহাঙ্গীর কবিরের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply