মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ আওয়ামী লীগ করতে হলে আমার সার্টিফিকেট লাগবে- এমন উক্তি করে ডালবুগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুমান হাসানাতকে মোবাইলে সাবেক প্রতিমন্ত্রী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাহবুবুর রহমানের হুমকি দেয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, যুবলীগের উদ্যোগে শুক্রবার বিকাল ৪ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ করা হয়েছে। মানববন্ধন সমাবেশে মাহবুবুর রহমানের এমন বক্তব্যের কারণে দল থেকে তাকে বহিষ্কারের দাবি করা হয়েছে। দাবি করা হয়েছে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার। বক্তারা এও বলেন, তিনি মোবাইলে ২০১৮ সালের সংসদ নির্বাচনকে নিয়ে দলের শৃঙ্খলাবিরোধী বক্তব্য দিয়েছেন। বর্তমান এমপির ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন। এসময় বক্তব্য রাখেন শ্রমীক লীগের উপজেলা সভাপতি হীরা হাওলাদার স্বপন, সাধারণ সম্পাদক কাউন্সিলর কালাম সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তারিকুল খান, নাসির উদ্দিন বিপ্লব, সালমা কবির, পৌরকৃষক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দোলন ঢালী, যুবলীগ নেতা গাজী হাসিব, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার, পৌর ছাত্রলীগ সভাপতি আছাদুজ্জামান শুভ।
উল্লেখ্য শ্রমিক লীগ নেতা রুমান হাসনাত বর্তমান এমপি মহিববুর রহমানের সামাজিক কর্মকান্ড নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। এবিষয় মাহবুবুর রহমান মোবাইলে তাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করার সময় উপরোক্ত কথা বলেছেন বলে জানা গেছে। এ ঘটনায় বর্তমান এমপি মহিববুর রহমানের সমর্থকরা প্রকাশ্যে রাস্তায় নেমে প্রতিবাদ সমাবেশ করেন। এবিষয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মাহববুবুর রহমানকে মোবাইল করলে তিনি সংযোগ কেটে দেন।
বর্তমান এমপি অধ্যক্ষ মো. মহিববুর রহমান বলেন, আমাকে ব্যক্তিগত আক্রমন করে যে বক্তব্য মাহবুবুর রহমান দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানাই। আর ২০১৮ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে বক্তব্য দিয়েছেন এ ব্যাপারে দল সিদ্ধান্ত নিবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply