কলাপাড়ায় পুরান হাসপাতালের পুকুর দখল করে দোকান ভাড়া! | আপন নিউজ

বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পুরান হাসপাতালের পুকুর দখল করে দোকান ভাড়া!

কলাপাড়ায় পুরান হাসপাতালের পুকুর দখল করে দোকান ভাড়া!

বিশেষ প্রতিবেদকঃ 
কলাপাড়ায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবার সরকারি পুকুর দখল করে দোকান তুলে দোকান ভাড়া দেয়ার কাজে নেমেছে। পুরান হাসপাতাল এলাকায় জনস্বার্থে ব্যবহৃত পুকুরটির দক্ষিণ-পূর্ব কোনে পুকুরসহ দখল করে একাধিক স্থাপনা তুলে ভাড়া দেয়া হয়েছে। এজন্য ব্যবসায়ী পন্থায় অগ্রিম জামানত এবং মাসিক ভাড়া চুক্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা নিজেরা দাঁড়িয়ে থেকে এসব স্থাপনা তুলেছেন বলে ভাড়াটে হিরু জানিয়েছে। সরকারের খাস পুকুরে স্থাপনা তুলে ব্যবসা-বাণিজ্যে নামায় বিষয়টি আলোচনায় উঠে এসেছে। স্বাস্থ্য বিভাগের এ জায়গায় দোকান তুলে তাও পুকুরপাড়সহ ভাড়া দেয়ায় বিষয়টি সকলের মুখে মুখে শোনা যাচ্ছে। হিরু জানায় তার কাছ থেকে দোকান বাবদ টাকা অগ্রিম জামানত নিয়েছেন চিকিৎসকরা। এছাড়া মাসিক ভাড়ার চুক্তি করা হয়েছে। বর্তমানে পুকুরের পাড়সহ দখল করে দোকান তোলায় পুকুরটি অস্তিত্ব সঙ্কটে পড়েছে। স্থায়ীভাবে জনস্বার্থ ক্ষুন্ন হচ্ছে, অপরদিকে বেহাতের শঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, নতুন হাসপাতাল ক্যাম্পাসের মসজিদ কমিটির সদস্যরা মসজিদের আয়ের জন্য এটি করেছেন।
কিন্তু জনস্বার্থে ব্যবহৃত সরকারি পুকুরটি দখল করে দোকান তুলে ভাড়া দেয়ার বিষয়টি ঠিক হয়নি বলে সচেতন মহলের অভিমত। তারা স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




বার্তা ও বাণিজ্যিক যোগাযোগঃ
সদর রােড (উকিলপট্টি) কলাপাড়া, পটুয়াখালী।
হটলাইনঃ +৮৮ ০১৭১৯৯৩৫৫০৮
বরিশাল অফিসঃ গনি ভবন, জর্ডন রোড বরিশাল।
হটলাইনঃ +৮৮ ০১৬১১৫৭৪৪১৫
মেইলঃ alomgirsikderkalapara@gmail.com

© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!