বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

জে এইচ সোহাগ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃস্হপতিবার (৩০মে)বিকেলে শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন ইউপি সচিব আবু সাইয়েম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বল্লভবিষু দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুর রশিদ, খোপাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রাধান শিক্ষক নাছির উদ্দিন, ইউপি সদস্য সোলাইমান মিয়া, রোস্তম আলী, রাজু মিয়া, আমিনুল ইসলাম, ফাতেমা বেগম প্রমুখ।
উক্ত বাজেট ঘোষণায় ২০২৪-২৫ অর্থ বছরের সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৯৫ লক্ষ ৬৮ হাজার ১৬৩ টাকা, সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৪ লক্ষ ০৮ হাজার ১৬৩ টাকা, এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ১ লক্ষ৬০ হাজার টাকা, শহিদবাগ ইউনিয়নের ইতিহাসে সর্বোচ্চ বাজেটকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী ও সুশীল সমাজ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply