সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের তালা ভেঙ্গে ভিজিডি কার্ডের ২২বস্থা চাল নিয়ে যায়। এতে ভিজিডি কার্ডধারী গরীব অসহায় লোকজন তাদের প্রাপ্য চাল না পাওয়ার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে।
বুধবার সকাল ১০ টায় পৌর শহরের বাসষ্ট্যান্ড সংলগ্ন নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ টিয়াখালী ইউনিয়ন শাখা সভাপতি জসীমউদ্দীন বসার ও ভুক্তভোগীরা।
বক্তব্য বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভুত্থ্যান পরবর্তী সময়ে দলীয় ব্যনারে একদল চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাশী বাহিনী দেশে অরজকতা ও নৈরাজ্য করে। গতকাল ও পরশু টিয়াখালী ইউনিয়ন পরিষদের তালা ভেঙ্গে ভিজিডি কার্ডের ২২বস্থা চাল ১,২ ও ৯ নং ওয়ার্ড মহিলা মেম্বার লিজা বেগম’র নেতৃত্বে ভিজিডি চাল লু’ট করে নিয়ে গেছে। এতে ভিজিডি কার্ডধারী গরীব অসহায় লোকজন তাদের প্রাপ্য চাল না পাওয়ার প্রতিবাদে এবং মহিলা মেম্বার লিজা বেগম সহ অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে আমাদের এই মানববন্ধন।
এই মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা, পৌর ও টিয়াখালী ইউনিয়ন শাখা নেতৃবৃন্দ সহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply