শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ পায়রা বন্দরের অধিগ্রহণ করা অব্যবহৃত কৃষি জমি ক্ষতিগ্রস্ত পরিবারকে চাষাবাদের জন্য ব্যবহার করার দাবিতে শত শত কৃষক মানববন্ধন সমাবেশ করেছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে এ মানববন্ধন করা হয়েছে।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন তপন বিশ্বাস, লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মজিবর রহমান প্যাদা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সজল বিশ্বাস, ইউনিয়ন যুবদল সভাপতি মো. ইব্রাহীম সাউগার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা সহ সভাপতি মাও.নাইমুল ইসলাম, জসিম উদ্দিন মৃধা, কৃষক আব্দুস সোবাহান প্রমুখ।
বক্তারা বলেন, ‘লালুয়ায় অধিগ্রহণ করা অব্যবহৃত কৃষি জমি আমরা দেশের উন্নয়ন কাজে দিয়েছি। এখন পর্যন্ত অনেকে ক্ষতিপুরনের টাকা তুলতে পারেনি। এখন চাষাবাদ করার জন্য প্রায় দুই হাজার একর জমি লিজ দেওয়া হচ্ছে। বাইরের কাউকে লিজ দেওয়া যাবে না। আমরা মানবিক কারণে চাষাবাদ করার দাবি জানাই। পায়রা বন্দরের উন্নয়ন কাজে জমি দরকার হলে তখন ছেড়ে দেওয়া হবে। কৃষকরা তাদের জমি চাষাবাদের সুয়োগ না দিয়ে বাইরের কাউকে লিজ দেওয়া হলে তা যে কোন মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন। মানববন্ধনে লালুয়ার শত শত কৃষকসহ সাধারণ মানুষ অংশ নেন।
পায়রা বন্দরের অবকাঠামো সুবিধাদি উন্নয়ন প্রকল্প পরিচালক,পায়রা বন্দর কর্তৃপক্ষ বলেন, বন্দরের রাজস্ব বৃদ্ধির লক্ষে তাদের অব্যবহৃত জমি প্রতি একর নয় হাজার টাকায় ইজারা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। যেসব কৃষক পরিবার আবেদন করবেন তারা ইজারা নিতে পারবেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply