রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
উত্তম কুমার, বাউফলঃ বাউফলে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীন ধর্মীয় উৎসব জগদ্ধাত্রী পুজা। সোমবার (১১নভেম্বর) রাত দুইটায় ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে তিনদিন ব্যাপী এই উৎসব। প্রতিবছর বাউফল পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন লিচুতলা এলাকায় দেবী জগদ্ধাত্রী মন্দিরে এই উৎসবের আয়োজন করা হয়। মূলত কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু বাঙালির ধর্মীয় মানসে রাজসিক দেবী দুর্গা, পার্বতী ও কালীর পরেই স্থান সত্ত্বগুণের দেবী জগদ্ধাত্রীর। উপজেলায় এই একটি মন্দিরেই জগদ্ধাত্রী পুজা আয়োজন করা হয় বলে জানিয়েছে পুজা উদযাপন কমিটি। পুজার শেষ দিনে এ মন্দিরে ভক্তদের উপচে পড়া ভীড় দেখা গেছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষকে জগদ্ধাত্রী পুজার উৎসব উপভোগ করতে দেখা গেছে। আগামী দিনে আরো উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে জগদ্ধাত্রী পুজার আয়োজন করা হবে, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের।
এছাড়াও পুজা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে মিলেছে গ্রামীন মেলা। মেলা থেকে পছন্দের খেলনা কিনতে পেরে এবং পছন্দের খাবার খেতে পেরে শিশুদের মধ্যে অন্যরকম এক আনন্দ বিরাজ করেছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply