শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ কামরুল ইসলাম (৫৯) তার ব্যবহৃত ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগে ৩০ অক্টোবর সাবেক পৌর কাউন্সিলর মোঃ কামরুল ইসলাম কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ১১১২।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, ২৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮ টায় মোবাইলের মাধ্যমে দেখতে পায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আইডি “Tarun” এর পাসওয়ার্ড পরিবর্তন করে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং বিভিন্ন অজুহাতে পরিচিত ও আত্মীয়স্বজনদের কাছে বিভিন্ন ধরনের ম্যাসেজ করে টাকা চায়। যার বিকাশ নাম্বার ০১৭৫৮১৭৮৩৩৮ নম্বরে টাকা প্রেরণ করার অনুরোধ করে প্রতারক। এসব প্রতারণা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply