কলাপাড়ায় বাবা-ছেলে’র বিরুদ্ধে মা’ন’বপা’চা’রকা’রী ও প্র’তা’রণা মা’ম’লা; বাবা গ্রে’ফ’তা’র | আপন নিউজ

শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই, কোন দু’র্নী’তি অ’নি’য়ম সহ্য করা হবে না-ডা: জহির উদ্দিন কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় মানসিক ভারসাম্যহীন নারী নি’হ’ত
কলাপাড়ায় বাবা-ছেলে’র বিরুদ্ধে মা’ন’বপা’চা’রকা’রী ও প্র’তা’রণা মা’ম’লা; বাবা গ্রে’ফ’তা’র

কলাপাড়ায় বাবা-ছেলে’র বিরুদ্ধে মা’ন’বপা’চা’রকা’রী ও প্র’তা’রণা মা’ম’লা; বাবা গ্রে’ফ’তা’র

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বাবা-ছেলে’র বিরুদ্ধে মানবপাচারকারী ও প্রতারণা মামলায় প্রতারক চক্রের রাকিবুল ইসলাম ওমানীর পিতা আব্দুল করিম গাজীকে গ্রেফতার করা হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে কলাপাড়া থানা পুলিশ আব্দুল করিম গাজীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

গত ১ অক্টোবর-২০২৪ তারিখে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হোসনাবাদ গ্রামের মোঃ আব্দুস সালাম আকন (৫৫) বাদী হয়ে মোঃ করিম গাজী (৬২), ছেলে মোঃ রাকিবুল ইসলাম (৩২), স্ত্রী মোসাঃ তারা ভানু (৬০) ও মোঃ জাহিদুল ইসলাম (২৩) কে আসামি করে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানবপাচারকারী ও প্রতারণার একটি মামলা দায়ের করেন। মামলা নং-১০৯৫/২০২৪।

আব্দুস সালাম আকন মামলায় উল্লেখ করেন, আসামীদের বাড়ি পাশাপাশি। মোঃ করিম গাজীর ছেলে রাকিবুল ইসলাম ওমানী দীর্ঘদিন যাবত ওমান প্রবাসী ছিল, আসামীদের সাথে আমার সুসম্পর্ক থাকায় আসামীরা আমার ছেলে মোঃ মাহবুব আলম কে টাকা বিনিময় ওমানে পাঠানোর জন্য প্রস্তাব দিলে ওই প্রস্তাবে আমি সরল বিশ্বাসে রাজি হয়ে আমার ছেলে কে ওমানে পাঠানোর জন্য মোঃ করিম গাজীও তার স্ত্রী মোসাঃ তারা ভানু কে গত ১৪/০৫/২০২২ তারিখে এককালীন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাদা কাগজে লেখাইয়া স্বাক্ষর করতঃ আমার নিকট গ্রহন করে। পরবর্তী গত ১০/০৬/২০২২ তারিখে মোঃ রাকিবুল ইসলাম ওমান থেকে বাংলাদেশে এসে কতেক স্বাক্ষীদের মোকাবেলায় দুই লক্ষ টাকা গ্রহন করে। তাতে আসামীরা মোট চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রহন করে। চুক্তি মোতাবেক কথা থাকে যে, পাসপোর্ট সহ যাবতীয় কাগজপত্র ঠিক করে ছয় মাজের মধ্যে আমার ছেলে কে ওমানে পাঠাইতে না পারলে ৩১/১২/২০২২ তারিখের মধ্যে আমার নিকট হইতে নেওয়া মোট চার লক্ষ পঞ্চাশ টাকা এককালীন ফেরত দিবেন।

তিনি আরো উল্লেখ করেন, আসামীদের কথামত আমার ছেলে’র পাসপোর্ট করানোর জন্য যাবতীয় কাগজপত্র মোঃ রাকিবুল ইসলাম’র কাছে প্রদান করি। অতঃপর আসামীদের কে ভিসার বিষয় মাঝে মধ্যে তলব তাগাদা দিলে আসামীরা আমাদের কে নিশ্চিতে থাকতে বলেন। কিন্তু প্রতারক আসামীরা আমার নিকট হইতে চার লক্ষ পঞ্চাশ টাকা গ্রহন করি আমার ছেলেকে ছয় মাসের মধ্যে ওমানে না পাঠাইলে আমি আমর প্রদত্ত চার লক্ষ পঞ্চাশ টাকা আসামীদের কাছে ফেরত চাহিলে আসামীরা আজকাল দেই দিচ্ছি বলে ঘুরাইয়া আসতে থাকে বিষয়টি আমি স্থানীয় লোকজন সহ চেয়ারম্যান এর কাছে গ্রাম আদালতে লিখিত অভিযোগ জানাইলে আসামীদেরকে চেয়ারম্যান চৌকিদার দ্বারা গ্রাম আদালতে নোটিশ করলে আসামীরা গ্রাম আদালতে না এসে গ্রাম আদালতকে অবমাননা করে। ৩য় ২৮/০৭/২০২৩ তারিখে জুমার নামাজ এর জন্য আসামীদের বাড়ির সামনে হোসনাবাদ নুরে মদিনা জামে মসজিদে আমার ছেলে ও আমি নামায পড়তে গেলে। উপস্থিতিতে পূর্ব পরিকল্পিত ভাবে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে জাহিদুল ইসলাম লাঠি দিয়ে মোঃ মাহবুব আলম কে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। এসময় করিম গাজী গলা চেপে ধরে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। অতঃপর স্থানীয় মুসুল্লীদের হস্তক্ষেপে আমার ছেলে প্রানে রক্ষা পায়।

আব্দুস সালাম আকন কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানবপাচারকারী ও প্রতারণার একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য পটুয়াখালী ডিবিতে দেন। তদন্ত শেষে সত্যতা প্রমাণ পেয়ে আদালতে রিপোর্ট দাখিল করলে আদালত মানবপাচারকারী ও প্রতারক রাকিবুল ইসলাম ওমানী ও তার পিতা আঃ করিম গাজী কে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বর্তমানে রাকিবুল ইসলাম ওমানী পালাতক রয়েছে।

এছাড়াও রাকিবুল ইসলাম ওমানী (ওমান প্রবাসী)’র বিরুদ্ধে রয়েছে একাধিক মহিলাদের কে ওমানে নিয়ে ৩ বছরের কন্টাক্টে বিক্রি করার অভিযোগ। তার মধ্যে তালতলী গৃহবধু নুরজাহান স্বামী মোঃ আলমগীর জানান, তার স্ত্রী নুরজাহান কে ৩ বছরের চুক্তিতে বিক্রি করে ২ লক্ষ টাকা এনেছে। বর্তমানে আমার স্ত্রী বংলাদেশে আসতে চাইলে পাসপোর্ট নিয়ে তার মালিক আটকিয়ে রেখেছে। অল্প বেতনে চাকরি করলে করবে নয় রাকিবুলের নেওয়া ২ লক্ষ টাকা দেশ থেকে নিয়ে ফেরত দিতে হবে। এভাবে একাধিক মহিলাদের কে সে ওমানে নিয়ে চুক্তিতে বিক্রি করে।

উপজেলার রজপাড়া গ্রামের ইউসুফ আলী’র স্ত্রী জানান, তার স্বামীকে বিদেশে নেওয়ার কথা বলে ২ লক্ষ টাকা নেয় রাকিবুল। পরবর্তী সময় ভুয়া ভিসা দিলে অনলাইনে সার্চ দিলে বাতিল বলে গন্য করা হয়। পরবর্তী সময় ইউসুফ আলী থানায় গিয়ে অভিযোগ করলে রাকিবুলকে থানায় নিয়ে জিজ্ঞেসাবাদ করলে টাকার কথা স্বীকার যায় এবং টাকা ফেরত দেওয়ার কথা বললে সেই চুক্তিতে তাকে ১৫ দিনের সময় দেওয়া হয় সে টাকা ফেরত না দিয়ে ওমানে চলে যায়। এভাবে একাধিক লোকের সাথে সে প্রতারণা করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!