শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দূর্যোগে বাংলাদেশের উত্তর ও উপকূলীয় অঞ্চলে সম্প্রদায় এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলির উন্নত প্রস্তুতির জন্য শিশু কেন্দ্রিক পূর্বাভাসমূলক পদক্ষেপ গ্রহণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম।
সেইভ দ্য চিলল্ড্রেন এর আর্থিক ও রাইমস’র কারিগরি সহযোগীতায় “জাগোনারী” আয়োজনে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহম্মদ পারভেজ, সহকারি অধ্যাপক মো.আরিফুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন্টিসিপেটরি একশন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মনিরুজ্জামান প্রিন্স। উপস্থিত ছিলেন সিপিপি’র সহকারী পরিচালক আছাদ উজ জামান খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোকসদুল আলম, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মনিরুল ইসলাম, জাগোনারী, এন্টিসিপেটরি একশন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস প্রমুখ।
কর্মশালায় অতিথিরা যে কোন দূর্যোগে জাগোনারী,র কার্যক্রমের প্রশংসা করেন এবং সাইক্লোনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা এবং সকল সংস্থা দূর্যোগকালীন সময় ও পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করলে ক্ষতি অনেকটা কম হবে বলে জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply