রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সন্ত্রাস চাঁদাবাজি নয় জনগণের পাশে থেকে বিশ্বাস আস্থা অর্জন করতে হবে। সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই বিএনপি’তে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি প্রয়াতো মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ঠ পুত্র খন্দকার আকতার হামিদ পবন।এসময় দেশ ও দেশের মানুষ কে এগিয়ে নেয়ার লক্ষ্যে বিএনপি’র সকল নেতা-কর্মীদের পাশে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ছাত্র-জনতার আত্মদানের মধ্য দিয়ে আমরা একটি জুলুম বাজ ফ্যাসিস্ট হাসিনা সরকার থেকে মুক্তি পেয়েছি। আমাদের সম্পূর্ণ বিজয় এখনো হয়নি। আমরা কেবলমাত্র একটা ধাপ পার হয়েছি। আরো অনেক ধাপ বাকি আছে।সে ধাপে পৌঁছতে হলে আমাদের এখন ধৈর্য সহকারে জনগণের পাশে থাকতে হবে। আমরা যেন কোনো অবস্থাতেই শুনতে না পাই, দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাট করছে। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কারো বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ পেলে তাকে শাস্তির মুখোমুখি করা হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঘিওর উপজেলার বালিয়াখোড়া সামাদ সাঁইজির বাৎসরিক ওরশ মোবারক ও ৫ দিনব্যাপী মেলায় রাতে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন।
অনুষ্ঠানের মধ্যে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় যাত্রাপালা , বাউল গান, বিচার গান ও সামাজিক নাট্যানুষ্ঠান হচ্ছে। এই মেলাকে ঘিরে আশেপাশের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। মেলার আঙিনা জুড়ে বসেছে হরেক রকমের দোকান। নাগল দোলা, বিনোদন, মুখরোচক খাবার ও তৈজসপত্র বিক্রির ধুম।
মেলা ও ওরশ পরিচালনা কমিটির সভাপতি মোঃ লিটু মোল্লা সভাপতিত্বে এসময় বক্তব্য দেন,ইঞ্জিঃ শেখ শাহিন রহমান চেয়ারম্যান বাংলাদেশ রিয়ান নিউরো হাসপাতাল (প্রস্তাবিত) পুখুরিয়া,বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ আওয়াল খান বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মিয়া বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার মাসুদুর রহমান প্রিন্স বালিয়াখোরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, নীলু মেম্বার।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply