বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ ১৯৭০ সালে প্রতিষ্ঠিত দানবীর মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারী অনার্স কলেজের নুতন অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন’র সাথে বিশ্বাস পরিবারের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের অধ্যক্ষ’র কার্যালয়ে সৌহার্দ্যপুর্ন মতবিনিময় সভায় কলেজ প্রতিষ্ঠাতার ওয়ারীসদের নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পুর্বের সকল অনিয়ম কে পেছনে ফেলে নুতনের আবাহনে শিক্ষার প্রসাড়ে সকল সমস্যা এক সঙ্গে থেকে সমাধানের চেস্টায় সম্মিলিত ভাবে এগিয়ে যাবার দৃড় প্রত্যয় ব্যক্ত করা হয়।
ঐতিহ্যবাহী বিদ্যাপিঠের ঐতিহ্য পুনরুদ্ধারে সকল অতীত অনিয়মকে নিয়মে পরিনত করার আশ্বাস প্রদান করেছেন নুতন অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন। দানবীর মরহুম মোজাহার উদ্দিন বিশ্বাস পরিবারের কলাপাড়ায় অবস্থানরত সকল ওয়ারীস সদস্যরা উপস্থিত ছিলেন এ মতবিনিময়। এরপর ঐতিহ্যবাহী বিশ্বাস পরিবার নুতন অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় বিশ্বাস পরিবার সদস্য মিজানুর রহমান টুটু, বিশ্বাস মোজাহার উদ্দিন বিশ্বাস পুত্র আলহাজ্ব সালাউদ্দিন দুদাল বিশ্বাস, দৌহীত্র অধ্যক্ষ ড.শহীদুল ইসলাম বিশ্বাস, লালুয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন তপন বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন বিশ্বাস, এমবি কলেজ সাবেক নির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচালক বিশ্বাস রাইসুল ইসলাম টিপু, কলাপাড়া প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন সদস্য সাবেক সহ- সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক কাউন্সিলর বিশ্বাস শফিকুর রহমান টুলু, বিশ্বাস টুটুল, লিটন বিশ্বাস, বিশ্বাস রাইসুল ইসলাম হেলাল, প্রতীক বিশ্বাস, ফরিদ বিশ্বাস, বিএনপি যুবদল উপজেলা ষুগ্ম আহবায়ক লিটু বিশ্বাস, স্বজল বিশ্বাস, কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, বুলবুল বিশ্বাস, মাসুম গাজী প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply