শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

মো. ছগির হোসেনঃ কলাপাড়ায় চাষের ঘেরে বিষ প্রয়োগ করে মাছের সাথে শত্রুতা করেছে প্রতিবেশী। বিচার পেতে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মো. দেলোয়ার হাওলাদারকে প্রধান আসামী করে ৩ জনসহ অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভূক্তভোগী দিন মজুর বশির সিকদার।
মামলা সূত্রে ও সরজমিনে দেখা গেছে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের বশির সিকদার পেশায় একজন দিন মজুর হওয়ায় আর্থিক স্বচ্ছলতা ফিরে পেতে বাড়ির আঙ্গিনায় থাকা সাড়ে ১৬ শতকের পুকুরে গত বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মাছের পোনা চাষ করেন। চাষ করা মাছের পোনা অধিকাংশ বড় আকৃতির হয়ে বিক্রি উপযোগী হয়ে যায়। এমন সময়ে ওই পুকুরে থাকা রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, চাইনিজ পুটি, গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে প্রায় আড়াই লাখ থেকে ৩ লাখ টাকার লোকসানে পড়েছেন ভূক্তভোগী বশির সিকদার। গত মঙ্গলবার সন্ধ্যা রাতে বিষ প্রয়োগ করলে বুধবার সকালে মাছ মরে দুর্গন্ধ ছড়িয়ে পরলে আশপাশের গ্রামের মানুষের ভীড় জমে পুকুরপারে। ওই চিত্র দেখে বশির ও তার পরিবার কান্নায় ভেঙ্গে পড়েন। বুধবার থেকে প্রতিদনি ওই পুকুর থেকে মাছ পঁচে ভেসে ওঠছে। নিরুপায় হয়ে বশির হাওলাদার বর্তমানে আর্থিক ক্ষতিসহ নানান দুশ্চিন্তায় কাতর হয়ে পড়েছেন।
মূলত গত কয়েক বছর আগে থেকে বশির সিকদারের কাছ থেকে অল্প অল্প করে বিভিন্ন অংকের টাকা ধার নেয় দেলোয়ার। এক সময় টাকার পরিমান বেশি হলে ফেরত দিতে ব্যর্থ হয় দেলোয়ার। টাকা পেতে তাগিদ দিলে কোনভাবেই ধারের টাকা ফেরত দিতে না পারায় জমি বিক্রি করে তা শোধ করে। বশির সিকদারের কাছে দেলোয়ার হাওলাদার জমি বিক্রি করার পর থেকেই শুরু হয় মনমালিন্যতা। জমি বিক্রির ঘটনা মানতে না পারায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে থাকে দেলোয়ার। এরপরে ঘটে মাছের ঘেরে বিষ দেয়ার ঘটনা।
প্রতিবেশী মো. আবুল বাশার বলেন, আমাদের চোখের সামনে অনেক পরিশ্রম করে পুকুরে মাটি কেটে পুকুর পার মজবুত করে রাখতো। কেউ যাতে চুরি করতে না পারে সেজন্য কাজের ফাঁকে দিন রাত পাহাড়া দিত। তার এমন ক্ষতি আমরা আশা করি নাই। প্রতিবেশী মো. মোসলেম আলী বলেন, মাছ মারা যাওয়ার সংবাদ পাইয়া ওই জায়গায় যাই। দেখি সব মাছ মারা গেছে। আমি কিছু মাছ কিনছি আর কিছু এমনিতে দেছে।
স্থানীয়দের সহযোগীতার মাধ্যমে ওই ঘটনার সুষ্ঠু সমাধান পেতে বিভিন্ন মানুষের দ্বারস্থ হলেও কোন সমাধান না পেয়ে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল আদালতের সিআর-৩৯/২০২৫ মামলা দায়ের করেন বশির। বিজ্ঞ আদালত মামলাটি সিএসআই শ্রী গৌতম কুমারকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply