শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া পূর্ণবাসন ফাইভ স্টার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (সিজন-১) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাত ৮ টায় চান্দুপাড়া পূর্ণবাসন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় তালুকদার ফাইটার্স কে ১-০ গোলে হারিয়ে ইয়ামিন ফাইটার্স জয় লাভ করে। পরে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।
আয়োজিত খেলা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লালুয়া ইউনিয়নের কৃতি সন্তান মোঃ সজল বিশ্বাস।
টুর্নামেন্ট কমিটির সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মশিউর রহমান লিটু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লালুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হাওলাদার, কলাপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোঃ আজিম মোল্লা, উপজেলা যুবদলের নেতা রিয়াজ উদ্দিন, ছাত্রনেতা মোঃ জাকির হোসেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান শোয়েব, বালিয়াতলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম ইউনুস প্রমুখ। ফাইনাল খেলায় নারী পুরুষ খেলা উপভোগ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ সজল বিশ্বাস বলেন, আমার অভিভাবক কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সালাম ও অভিনন্দন জানাচ্ছি।
পাশাপাশি আমার নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন তিনি অসুস্থ আছেন, আপনাদের কাছে আমি ২ হাত জোড় করে দোয়া করছি, তিনি যেনো সুস্থ হয়ে এ দেশে আসতে পারেন। সুন্দর পরিবেশে খেলার আয়োজন করে আমাকে প্রধান অতিথির করেছেন এবং আপনারা যারা আজকে খেলায় উপস্থিত হয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি আগেও আপনাদের পাশে ছিলাম, এখনও আছি, এবং মরার আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো। ইনশাআল্লাহ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply