শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার (৫ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মনোহরিপট্টিতে পথসভা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন।
পথসভায় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, ঘরে আছেন ঘরে থাকেন আপনারা যে অপকর্ম করেছেন তাহার বিচার হবে, তারপরে মাঠে নামুন। এর আগে কোন নৈরাজ্য সৃষ্টি করলে জনগণ তাহার জবাব দিবে।
এ বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ মিজানুর রহমান টুটু বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাড হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান টুলু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন, সেলিম শিকদার, মোঃ আফজাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, তারেক আমান সুমন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুস সালাম তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা শ্রমিক দল সভাপতি গাজী মো. হারুন, উপজেলা যুবদল যুগ্ম আহব্বায়ক জুয়েল শিকদার, মোঃ মামুন শিকদার, চাকামইয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ রিয়াজ তালুকদার, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফখরুল আলম, পৌর যুবদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম দিপু, পৌর ছাত্রদল সদস্য সচিব সিকদার জুয়েল ইকবাল প্রমুখ সহ উপজেলা ও পৌর বিএনপি সহ উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী প্রমূখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply