শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আযোজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ জাকির হোসেন ফকির। উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সবুজ হোসেন হাওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রিয়াজ সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম ফকির, সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার মল্লিক, মতিউর রহমান মৃধা, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়া হীয়া, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি সোলেমান হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল মুন্সী, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি গোলাম মোস্তফা, ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফোরকান হাওলাদার, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সোহেল হাওলাদার, পটুয়াখালী ও বরগুনা জেলা জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের সদস্য মং মনচমেন, ছাত্রনেতা মোঃ সুমন হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ অলি উল্লাহ, মাজেদা বেগম, তাসনিমা আহমেদ, ডাক্তার মোঃ বেলাল হোসেন, নাসির সরকার ও এস এম মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে এ ধরনের আয়োজন প্রতিবছর করা হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply