বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০২:২৬ অপরাহ্ন
আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়া থানার পুলিশের অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ মোঃ সবুজ হাওলাদার (২২) নামের এক যুবককে আটক করেছে। বুধবার দুপুর পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সঞ্জয় মন্ডল গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মার্চ ১০৭ নম্বর জি,ডি,করে। একদল পুলিশ লালুয়া ইউনিয়ন পরিষদের ছোনখোলা গ্রামের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ সবুজ হাওলাদারকে আটক করে। আটককৃত সবুজ হাওলাদার পশুরবুনিয়া গ্রামের মনির হাওলাদারের ছেলে। এস আই সঞ্জয় মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালুয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামে অভিযান চালালে মাদক ব্যবসায়ী সবুজসহ কয়েকজন মাদক ক্রেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মাদক ব্যবসায়ী সবুজকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। সবুজকে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তার জামিন না- মঞ্জ করে জেলহাজতে প্রেরন করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply