শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) বিকেল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, আমতলী সদর উপজেলার সেকান্দাখালী গ্রামের মোঃ নসা হাওলাদারের ছেলে মোঃ শাহাদাত হাওলাদার (২২) ও কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের মোঃ হিরন মোল্লার ছেলে মোঃ মাহফুজ মোল্লা (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২:৩০ মিনিটে নুরুজ্জামান কাফির পরিবার ঘুমিয়ে থাকার সময় পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে পরিবারের সদস্যরা দ্রুত বেরিয়ে এসে প্রাণে রক্ষা পান। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পরদিন ভুক্তভোগী নুরুজ্জামান কাফি কলাপাড়া থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৬/৫৫, তারিখঃ ১৩-০২-২০২৫, ধারা-৪৩৬/৪২৭/৩৪ পেনাল কোড)। মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বরিশাল ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী শাহাদাত ও তার সহযোগী মাহফুজকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ঘটনার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশের অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত দুইজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য এবং তারা নুরুজ্জামান কাফির তৈরি করা ভিডিও কনটেন্ট দেখে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটিয়েছে।
সংবাদ সম্মেলনে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন,“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার দায় স্বীকার করেছে। তাদের পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন বরিশাল থেকে এসে ডিজেল কিনে কাফির বাড়িতে আগুন লাগায়। মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
গ্রেফতারকৃত দুই আসামিকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply