শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে গন্ডাবাড়ি গ্রামের হাওলাদার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন মোস্তফা হাওলাদার (৪৫), তার ছোট ভাই রিয়াজ হাওলাদার (৩০) ও চাচাতো বোন রুপজজান বেগম (৫০)।
আহত মোস্তফা হাওলাদার অভিযোগ করেন, জব্বার মৃধা, তার ছেলে ফিরোজ মৃধা, সজিব মৃধা, সুজন মৃধা, ভাগ্নি রিয়াদ ও খাইরুল মিলে তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছেন। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপরে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply