শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীদের কোর্ট বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ আব্দুস সালাম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালতের বিচারিক কার্যক্রম নিয়ে সন্দেহজনক অভিযোগ এনে স্থানীয় আইনজীবীরা মৌখিকভাবে কোর্ট বর্জনের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরবর্তীতে বার ও বেঞ্চের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটায় এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ আব্দুস সালাম বলেন, “আদালতের সঙ্গে আইনজীবীদের সুসম্পর্ক বজায় রয়েছে। যে ভুল বোঝাবুঝির কারণে কোর্ট বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা এখন সম্পূর্ণভাবে দূর হয়েছে। বর্তমানে আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।”
উল্লেখ্য, কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বাভাবিক বিচারিক কার্যক্রম পরিচালনা করতে আইনজীবী ও বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply