শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদে কোন বিএনপি নেতাকর্মীরা যাবেন না, ইউনিয়ন পরিষদের কাজ মেম্বার ও চেয়ারম্যানের, এবং চাঁদাবাজি সালিশ বাণিজ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কলাপাড়ায় বিএনপি’র বর্ধিত সভায় এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
কলাপাড়া উপজেলা বিএনপি, মহিপুর থানা বিএনপি, কলাপাড়া পৌরসভা, কুয়াকাটা পৌরসভা শাখার নেতাকর্মীদের অংশ্রগহনে শনিবার কলাপাড়া অডিটরিয়াম মিলনায়তনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় অনুষ্ঠিত এই সভায় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ জাফরুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাবেক আহবায়ক মো. মনিরুজ্জামান মনির, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, বিএনপি নেতা নুরুল হক মুন্সী, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লী, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সী, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। সিনিয়র নেতৃবৃন্দ নেতাকর্মীদেও বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বর্ধিত সভার আনুষ্ঠানিকতা শেষ হয়।
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে দলের নির্ধারিত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন দখল, চাঁদাবাজিতে জড়িত নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছে যেতে বলেন।
দলীয় সূত্র জানায়, ৫ আগস্টের পরে দলের অনেক নেতাকর্মীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করার পরও দখল, চাঁদাবাজি বন্ধ করা যায়নি। এতে ইমেজ সংকটে পড়ে বিএনপি। দলীয় ভাবমূর্তি অটুট রাখতে দল প্রয়োজনে যেকোনো সময় যে কাউকে বহিষ্কার করতে পারে বলে নেতাকর্মীদের সতর্কবার্তা দিলেন এবিএম মোশাররফ হোসেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply