শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনা করে দুইজন আসামিকে গ্রেফতার করেছে। গতকাল (২৪ এপ্রিল ২০২৫) রাতে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. বাবুল মিয়া (সহ-সভাপতি, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ), পিতা: মৃত বজলু মিয়া, গ্রাম: গামুরতলা, ৫নং নীলগঞ্জ ইউনিয়ন। তিনি নীলগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও প্রয়াত সংসদ সদস্য আনোয়ার হোসেনের ভাতিজা।
২. মোঃ আল-আমিন (২৪), পিতা: মোঃ রাজু গোলদার, গ্রাম: নাচনাপাড়া, ১নং ওয়ার্ড, ২নং টিয়াখালী ইউনিয়ন, থানা: কলাপাড়া, জেলা: পটুয়াখালী।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। কলাপাড়া থানা পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করছে। অভিযান চলমান রয়েছে এবং পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply