শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

আপন নিউজঃ কলাপাড়া উপজেলার ধুলাস্বার ইউনিয়নের চর চাপলী ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চার সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. ইসতাক জাহান।
একই কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. ফেরদৌস তালুকদার মুন্না।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল বোর্ড কর্তৃক সম্প্রতি এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবনিযুক্ত সভাপতি মো. ইসতাক জাহান বলেন, “বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমরা সকলে একসাথে কাজ করব। শিক্ষার মানোন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের সুষ্ঠু পরিবেশে শিক্ষা অর্জনের জন্য যা যা প্রয়োজন, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই নেতৃত্ব বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply