শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়া উপজেলার রজপাড়া দ্বীন-ই-এলাহী দাখিল মাদ্রাসায় এক হৃদয়ছোঁয়া বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সদ্য বিদায়ী সুপার এ.বি.এম হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন তালুকদার এবং ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
বুধবার (৯ মার্চ) সকাল ৯টায় মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সরকারি মোজাহার উদ্দিন কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সুপার এ.বি.এম হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন তালুকদার, ইউপি সদস্য তৈয়ব আলী হাওলাদার, টিয়াখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ আলতাফ হোসেন এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “শিক্ষকরা জাতির অমূল্য সম্পদ। তাদের অবদান কখনো ভোলা যায় না। আজ যাদের আমরা বিদায় দিচ্ছি, তারা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানাই।”
বিদায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থীদের চোখে জল, মুখে ছিল ভালোবাসা ও কৃতজ্ঞতা।
এ সময় উপস্থিত ছিলেন, টিয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি বশির উদ্দিন আহমেদ, সাবেক ইউপি সদস্য মোঃ মাসুদ, মাদ্রাসার অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply