শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে জেলে চাল বিতরণ সম্পন্ন হয়েছে একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়। প্রতি জেলে পেয়েছেন ৮০ কেজি করে চাল, যা পেয়ে খুশি জেলে পরিবারগুলো।
জানা গেছে, ধুলাসার ইউনিয়নে মোট ১,৭৪৮ জন জেলে তালিকাভুক্ত থাকলেও এবার চাল বরাদ্দ পেয়েছেন ১,৪৫০ জন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাল বিতরণের সময় জেলেদের মধ্যে ছিল শান্তিপূর্ণ উপস্থিতি ও শৃঙ্খলা।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম, মহিলা মেম্বার কুলসুম বেগমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। পুরো প্রক্রিয়াটি হয়েছে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং সুষ্ঠুভাবে।
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. আউয়াল আকন বলেন, “নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেক জেলেকে ৮০ কেজি করে চাল বিতরণ শান্তিপূর্ণভাবে দেয়ার চেষ্টা করছি। কোথাও কোনো রাজনৈতিক প্রভাব ছিল না।”
এ বিষয়ে ধুলাসার ইউপি চেয়ারম্যান মাও. আব্দুর রহিম বলেন, “আমরা চেষ্টা করেছি সুষ্ঠুভাবে প্রকৃত জেলেদের কাছে চাল পৌঁছে দিতে। কোনো ধরনের অনিয়ম হয়নি। ভবিষ্যতেও এভাবে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে চাই।”
চাল পেয়ে জেলেরা জানান, এমন স্বচ্ছভাবে বিতরণ দেখে তারা সন্তুষ্ট এবং ভবিষ্যতেও এমন প্রক্রিয়া বজায় রাখার দাবি জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply