শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

আপন নিউজঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া দ্বীন এলাহী দাখিল মাদ্রাসার নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ মোস্তাফিজুর রহমানকে নির্বাচিত করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর মো: আবদুছ ছাত্তার মিয়ার স্বাক্ষরিত এক্সপ্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
মোঃ মোস্তাফিজুর রহমান কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এবং বর্তমানে কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “এ কৃতিত্ব কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের, যার সহযোগিতা ও দিকনির্দেশনায় আমি এই দায়িত্ব পেয়েছি। “আমি রজপাড়া দ্বীন এলাহী দাখিল মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপরিবেশ তৈরি করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা তার এই দায়িত্বপ্রাপ্তিতে আনন্দ প্রকাশ করেছেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সোশ্যাল মিডিয়ায় এ সিদ্ধান্তকে ঘিরে আনন্দ ও উৎসাহ দেখা গেছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply