শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

আপন নিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, হাসিনার বিদ্যুৎখাতের দুর্নীতি প্রকাশ করায় সাগর-রুনিকে জীবন দিতে হয়েছে।’ এছাড়াও শেখ হাসিনার দুর্নীতির খবর প্রকাশের কারণে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হামলা-মামলার শিকার হয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।
রোববার (২৭ এপ্রিল) সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবের রজতজয়ন্তী উৎসবের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের আয়না। আয়নায় যেমন নিজের চেহারা দেখে নিজেকে সংশোধন করা হয়, তেমনি সাংবাদিকরা সমাজের অসঙ্গতি তুলে ধরেন। মফস্বলে সাংবাদিকতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। এখানে সাংবাদিকদের নানা বাধা-বিপত্তি মোকাবেলা করতে হয়। যখন সত্য প্রকাশ করেন, তখন কখনও বাহবা পান, আবার কখনও নির্যাতন সহ্য করতে হয়।’
তিনি কুয়াকাটা প্রসঙ্গে বলেন, ‘আজকের কুয়াকাটার এই সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে এখানকার সাংবাদিকদের আন্তরিক প্রচেষ্টার কারণে। তাদের লেখনীর মাধ্যমেই কুয়াকাটার সৌন্দর্য বিশ্বদরবারে পৌঁছেছে। এর ফলেই আজ কুয়াকাটা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।’
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘সাংবাদিকরা ভুল তথ্য নিয়ে নিউজ করলে তাদের বিরুদ্ধে সরাসরি কোনো এ্যাকশনে যাওয়া যাবেনা। প্রেস কাউন্সিল আছে, জাতীয় প্রেসক্লাব আছে সেখানে আপনারা অভিযোগ তুলে ধরতে পারেন।’
অনুষ্ঠানে কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো. রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আমিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি মো. আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কুয়াকাটা শাখার সভাপতি আলহাজ্ব ফজলুল হক প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply