শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

আপন নিউজঃ কলাপাড়ায় শিশু পল্লী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুস ছালাম। গত ২৩ এপ্রিল বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল কর্তৃক প্রণীত ‘মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ এর ৬৪(১) ধারা অনুযায়ী ৪ (চার) সদস্যের একটি অন্তর্বর্তীকালীন (এডহক) কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। এই কমিটির মেয়াদ ২৩ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ হতে ২২ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত, অর্থাৎ ৬ (ছয়) মাসের জন্য কার্যকর থাকবে।
নবনির্বাচিত সভাপতি আবদুস ছালাম দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় বলেন, “আমি চেষ্টা করবো বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখতে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে একটি আদর্শ শিক্ষাপরিবেশ নিশ্চিত করতে কাজ করবো।”
উল্লেখ্য, শিশু পল্লী একাডেমি মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply