শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

আপন নিউজঃ কলাপাড়া উপজেলার নাওভাঙ্গা ছালেহিয়া ফাজিল মাদ্রাসা অ্যান্ড টেকনিক্যাল কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল খালেক ফারুকী। তিনি কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক অধ্যক্ষ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার নায়েবে আমীর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
২৭ এপ্রিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাওভাঙ্গা ছালেহিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে খান মোহাম্মদ আব্দুল খালেক ফারুকীকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
নতুন সভাপতির মনোনয়নকে কেন্দ্র করে মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের ছায়া বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি এক নতুন দিগন্তে পৌঁছাবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply