শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

আপন নিউজঃ কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আইনজীবী সহকারী মোঃ এনামুল হক সাগর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, নিহত সাগর বুধবার (৩০ মে) চেম্বারের কাজ শেষে রাতে ধানখালীর লোন্দা গ্রামের বাড়ীতে যাবার পথে মোটরসাইকেল দুর্ঘটনার স্বীকার হন। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের -ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এনামুল হক সাগরের অকাল মৃত্যুতে কলাপাড়ায় আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply